Outsourcing Success Story-WEB Design

একজন শিক্ষার্থীর সাফল্য কি শুধুই পড়াশোনায়?
কেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর মত একটি ডিমান্ডেবল সাবজেক্টে পড়েও তামজিদ ভালবাসেন ফ্রীল্যান্সিং জব?
পড়াশোনার/চাকুরীর পাশাপাশি কেন প্রফেশনালরা আজ ফ্রীল্যান্সিং এ এগিয়ে আসছেন?
আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণরত অবস্থাতেই কিভাবে পাচ্ছেন সাফল্যের দেখা?

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সাধারন ছাত্র অথবা চাকুরীজিবী হয়ে ৯টা-৫টা বাড়ীর বাইরে থেকে ঘরে এসে বিশ্রাম, এই ধ্যান ধারনাকে আজ প্রাচীন না বলে উপায় নেই। চাইলেই কী আজ সীমিত আয়ে বাঁচা সম্ভব??? সম্ভব নিজের স্বপ্ন পুরন করা!!!!
না,চাইলেও তা আজ সম্ভব নয়,যেখানে আয়ের চেয়ে খরচ অনেক বেশি। তাইতো প্রত্যেকেই তার জীবন নিয়ে ভাবছেন খানিকটা ভিন্ন এঙ্গেলে। আজকে আমরা আপনাকে শোনাবো আমাদের সফল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর শিক্ষার্থী তামজিদুর রহমান এর কথা। পড়াশোনা করছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। তার পাশাপাশি করছেন ফ্রীল্যান্সিং। প্রবল আগ্রহ থেকেই শুরু তার সাফল্যের স্বপ্ন যাত্রা। প্রশিক্ষণরত অবস্থাতেই freelancer.com মার্কেটপ্লেস থেকে জিতে নিয়েছেন ওয়েব ডিজাইন কন্টেস্ট। আসুন শুনি তার গল্পটি তার মুখেই-

ক্রিয়েটিভ আইটি সম্পর্কে আরও জানতে রেজিস্ট্রেশন করুন আমাদের ফ্রি সেমিনারে-
সেমিনারটি সম্পূর্ণ ফ্রি। আসার জন্য রেজি: ফরমটি পূরন করলেই হবে।
লিংক: http://creativeit-inst.com/seminar.php
==================================
যোগাযোগ করুনঃ
ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট
মমতাজ প্লাজা (৫মতলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীতপাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা।
ফোনঃ 01990779814, 01624888444