#web #development #future
২০২৩ সালের মধ্যে সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে প্রোগ্রামিং হিরো এর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জয়েন করো।
কোর্সের লিংক: https://web.programming-hero.com/home/
এনরোলমেন্ট ডেট: ডিসেম্বর ১০ – ডিসেম্বর ২৪, ২০২২
কোর্সের সাথে নিজেকে যুক্ত করতে চাইলে আগে নিচের প্রমিজগুলো করো। তারপর এই মিশনে ঝাঁপিয়ে পড়ো—-
.
১. প্রতিদিন গড়ে ৬-৮ ঘন্টা সময় দিতেই হবে। সময় দেয়া ছাড়া ভালো কিছু করার কোন শর্টকাট আমাদের কাছে নাই।
২. কোর্স রিলেটেড কোন কিছুতে আটকে গেলে অবশ্যই হেল্প চাইবে। বুঝতে না পারলে, কন্সেপচুয়াল সেশন এ যাবে। দরকার হলে সাপোর্ট সেশনে জয়েন করবে।
৩. অনটাইমে মেইন কোর্স ফিনিশ করে SCIC তে যাবে।
৪. নিজেকে ইন্টার্ন/জব এর দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার মিশনে হার্ডওয়ার্ক এ কোন কমতি রাখবে না।
এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে আশা করি কিছু একটা হবে। বাকি যা আছে কপালে !!!
.
লাকি সেভেন ব্যাচের–
এনরোলমেন্ট শুরু: ডিসেম্বর ১০ (অর্থাৎ আজকে রাতে)
এনরোলমেন্ট শেষ: ডিসেম্বর ২৪ (বাংলাদেশ সময় রাত ১১.৫৯ পর্যন্ত!)
অর্থাৎ ডিসেম্বর ২৪ তারিখ রাত ১১.৫৯ এর পর আর একজনকেও এই লাকি সেভেন ব্যাচে সুযোগ দেয়া হবে না।
কোর্স রেজিস্ট্রেশন এর লিংক: web . programming-hero . com
রেজিস্ট্রেশন করতে কোন সমস্যা হলে নিচের যেকোন একটা করতে পারো
১. আমাদেরকে ওয়েবসাইটে দেয়া মেসেঞ্জারে ইনবক্স করতে পারো
২. ইমেইল করে দিতে পারো web @ programming-hero . com
৩. এই গরূপে পোস্ট করে দিতে পারো
৩ ওয়েবসাইটের নিচে দেয়া ফোন নাম্বারে ফোন দিতে পারো (সকাল ১০.০০ থেকে সন্ধ্যা ৭.০০ এর মধ্যে)
শুক্রবার বাদে ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই দেয়া হবে।
দেখা হবে লাকি সেভেন ব্যাচে, এনাফ ধৈর্য্য ধরে হার্ডওয়ার্ক করার মিশনে।
.
রিয়ালিটি চেক:
আগের ব্যাচগুলোতে দেখা গেছে যারা অনটাইমে ভালোভাবে মেইন কোর্স এবং SCIC ফিনিশ করেছে তাদের ৭০-৮০% কোর্স ফিনিশ করার ৩-৬ মাসের মধ্যে ইন্টার্ন/চাকরি পেয়ে গেছে। সো, তুমি ইন্টার্ন/চাকরি পাওয়ার আশা নিয়ে কোর্স এ এনরোল করলে অবশ্যই খেয়াল রাখবে: কোর্সে এনরোল করে হাওয়া খেলে অটো ইন্টার্ন/চাকরি হয়ে যাবে না। বরং প্রতিদিন সিরিয়াসলি ৬-৮ঘন্টা সময় দিতে হবে। এফোর্ট দিতে হবে। মেইন কোর্স এবং SCIC ভালোভাবে অনটাইম এ ফিনিশ করতে হবে। তারপর আমাদের জব প্লেসমেন্ট টিম তোমাকে গাইড করবে।
এরপর বাকি যা আছে কপালে।